Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Drug administration operation in Ukhia and Ramu upazilas
Details

১২.১১.২০২৩., উখিয়া ও রামু উপজেলার বিভিন্ন ফার্মেসীতে ঔষধ প্রশাসন কক্সবাজার এর অভিযান পরিচালিত হয়। এই সময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আইভি ফ্লুইড স্যালাইন বিক্র‍য় করায় এবং কারণ দর্শাতে না পারায় উখিয়ার কুতুপালং বাজারে মেসার্স সাদাব মেডিকেল কেয়ার সাময়িকভাবে বন্ধ করা হয় এবং হকারি করে অনুমোদনহীন ঔষধ বিক্রয় করায় ৩ টি হকার হতে ঔষধ জব্দ করে ধ্বংস করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন জনাব কাজী মোহাম্মদ ফরহাদ , ঔষধ তত্ত্বাবধায়ক , ঔষধ প্রশাসন, কক্সবাজার। তিনি জানান নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ঔষধ বিক্রয় ঔষধ আইনে দন্ডনিয় অপরাধ এবং হকারি করে বিক্রিত এই সব ঔষধ জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই ঔষধ প্রশাসনের এই ধরনের অভিযান সবসময়ই চলমান আছে এবং সামনের দিন গুলোতেও অব্যাহত থাকবে।

Images
Attachments
Publish Date
13/11/2023
Archieve Date
13/11/2023